আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ মে ২০২৩ ● ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

জি এম কাদেরের কাছে ক্ষমা চাইলেন রাঙ্গা

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩, সকাল ০৮:৩২

ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এতে ছিলেন না দলের সকল পদ হারানো রাঙ্গা। এরপর তিনি উপনেতা জি এম কাদেরের কক্ষে গিয়ে ক্ষমা চান।

জাপায় নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ এবং জি এম কাদেরের বিরোধ বহু পুরোনো হলেও গত ৯ জানুয়ারি দেবর-ভাবি যৌথ বিবৃতিতে বলেন, 'পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে আমরা বদ্ধপরিকর।'

জাপা সূত্রের খবর, দু'পক্ষকে নিয়ন্ত্রণে রাখতে সরকারি মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। দু'পক্ষের মিলমিশ হলেও রওশনের পক্ষ নিয়ে জি এম কাদেরকে কুকথা বলা রাঙ্গা দলে ফিরতে পারেননি।

জাপা সূত্রের খবর, রওশনপন্থিরা দলের পদে ফিরবেন। তবে জি এম কাদেরপন্থিদের ঘোর আপত্তি রাঙ্গা ও সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে নিয়ে। জিয়াউল হকের মামলায় আদালতের নিষেধাজ্ঞায় দলীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারছেন না জি এম কাদের। হাইকোর্ট, আপিল বিভাগ ঘুরে গতকাল জেলা জজ আদালত নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। ফলে রওশনের সঙ্গে সমঝোতা হলেও জি এম কাদের কতদিন নিষেধাজ্ঞায় থাকবেন- তা অনিশ্চিত।

মসিউর রহমান রাঙ্গাও মামলা করেছেন জি এম কাদেরের বিরুদ্ধে। হঠাৎ ক্ষমা প্রার্থনার বিষয়ে তিনি বলেছেন, 'জি এম কাদের আমার আত্মীয় ও মুরব্বি। আর আমিও তো তাঁর সম্পর্কে ভালো কিছু বলিনি। তাঁর সঙ্গে সংসদে তো দেখা হয়। আজ (বৃহস্পতিবার) রুমে গিয়ে বলেছি, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত।'

রাঙ্গা বলেছেন, দলীয় পদ থেকে বাদ পড়লেও জাপাতেই আছেন, থাকবেন।

মন্তব্য করুন


Link copied