আর্কাইভ  শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫ ● ২৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালের ৮ ছাত্রী হঠাৎ অসুস্থ, বিদ্যালয়ে আতঙ্কে সকলেই

উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনার দাবিতে উত্তাল লালমনিরহাট

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:১২

Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: ‎তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের উদ্যোগে একটি বড় ধরনের সংহতিমূলক কর্মসূচী পালিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেন-জি লালমনিরহাট-এর আয়োজনে দিনব্যাপী জেলার তিনটি স্পটে এই কর্মসূচী পালন করা হয়। যার নাম দেওয়া হয়েছিল 'ফ্ল্যাশমব' সেখনে তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ তুলে ধরে।

‎​উক্ত ফ্ল্যাশমব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচী আন্দোলনের প্রতি নতুন করে মাত্রা যোগ করে। ফ্ল্যাশমবে অংশগ্রহণকারীরা তিস্তাপাড়ের দুঃখ-গাঁথা তুলে ধরে তাদের পারফর্ম্যান্স প্রদর্শন করেন।

‎কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত তিস্তা মহাপরিকল্পনার দাবিতে নানা কর্মসূচি উদযাপন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকার কাজের কোনো নমুনা দেখাচ্ছে না। যদিও মাঝে মাঝে বলা হচ্ছে, ২৬-এর জানুয়ারি পহেলা তারিখ কাজ শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কাজের কোনো নমুনা দেখতে পাইনি।

‎​তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে বা যারা বিপক্ষে অবস্থান নিবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু।

‎​সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই নেতা এই আন্দোলনকে সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করেন। যেখানে সব বর্ণের, ধর্মের ও জাতির মানুষ একীভূত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তিস্তা নদীকে যে কোনো ভাবেই হোক একটি ব্যবস্থাপনার মধ্যে ফিরিয়ে নিয়ে আনতে রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ এই আন্দোলনের শরিক হয়েছে।

‎তিনি আরও ​বলেন, সরকার নানা ধরনের গরিমসি করায় চাপ সৃষ্টির জন্য পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।

‎কোনো পরিবেশবাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে দুই কোটি মানুষের জীবনের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, সরকার অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে।

‎​জেন-জি লালমনিরহাট-এর উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাশমব কর্মসূচিতে এলাকার তরুণ প্রজন্ম অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তিস্তার অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন গতি এনে দিয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন


Link copied