আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫ ● ১০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী পেটানো
রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের বিশেষ অভিযান,১২টি নৌকা ও ৯টি মেশিন বিনস্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:২১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ। বুধবার (২৪সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নিলঘাট এলাকার তিস্তা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান, কিছু মানুষজন অবৈধভাবে তিস্তা নদীতে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদী ও ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এমন অভিযোগে তার (ইউএনও) নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাথর উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ১২টি পাথর বোঝাই নৌকা ও নদী থেকে পাথর উত্তোলনের ব্যবহৃত ৯টি মেশিন আটক করে তা নদীতে বিনস্ট করা হয়। তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধভাবে পাথর উত্তোলন করা হবে সেখানেই এই অভিযান চলবে। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করছি।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ৫১ বিজিবির বার্নিরঘাট বিওপি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম ও ডিমলা থানা পুলিশের একটি দল।

এদিকে প্রশাসনের এমন বিশেষ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এমন কঠোর কার্যকারীতা অব্যাহত রাখলে প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে পাথর তুলে বিক্রি করে লাখ লাখ টাকা আর হাতিয়ে নিতে পারবে না। পাশাপাশি নদী রক্ষা ও ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা স্থায়ীভাবে অবৈধভাবে পাথর উত্তোলনকারী চক্রকে প্রতিহত করার দাবি করেছি। 

মন্তব্য করুন


Link copied