নিউজ ডেস্ক: দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি সোনার সর্বোচ্চ দাম।
বাজুস জানায়, নতুন এই দাম সোমবার (২২ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে। রোববার (২১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
এর আগে, গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানো হয়। সে সময় ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার দাম কমানো হয়েছে।