আর্কাইভ  সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩ ● ১০ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে- রাঙ্গা       পরীক্ষার কথা আগেই জানতেন সেই জোবেদা, পেয়েছিলেন ক্ষুদে বার্তাও       পাকিস্তানকে উড়িয়ে প্রথম পদক জয় বাংলাদেশের       নিয়োগ পরীক্ষায় ডাক না পাওয়ায় অবস্থান কর্মসূচি       নিয়োগ জালিয়াতির অভিযোগ এনে বেরোবি শিক্ষক তাবিউরের বরখাস্ত দাবি      

নীলফামারীতে ঈদের জামাত কোথায় কখন

বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, রাত ১২:৩৫

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা শহরে পবিত্র ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় নীলফামারী জেলা শহরের বড় মাঠ কেন্দ্রীয় ঈদগা ময়দানে। মোড়লের ডাঙ্গায় অবস্থিত জেলার মডেল মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। 
তবে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। 
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে জেলার প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে মুন্সিপাড়া আহলে হাদিস মসজিদে। নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ৭টা ৪৫ মিনিটে।  
এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস ঈদগাঁ মাঠ ও শহরের বাড়াইপাড়া মসজিদ ঈদগা ময়দান ও  গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগা মাঠে। অপর দিতে সকাল সাড়ে আটটায় ধনীপাড়া ঈদগা, জোড় দরগাঁ ঈদগা ও কলেজ ষ্টেশন ঈদগা মাঠে  ঈদের জামাত অনুষ্ঠিত হবে।   
সুত্র মতে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা গুলোর প্রধান ঈদগাঁ মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল সারে ৮টায়। তবে দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 
এদিকে প্রতি বছরের ন্যায় এবারো জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগাঁ মাঠে। এই মাঠে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার ৬০টি গ্রাম ছাড়াও বিভিন্ন স্থানের প্রায় দুই লাখ মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এখানে ঈমামতী করবেন মওলানা তছলিম উদ্দিন। তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে এই ঈদগা মাঠে ঈমামতী করে আসছেন। 

মন্তব্য করুন


 

Link copied