আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

নীলফামারীতে এনসিটিএফ এর দ্বি-বার্ষিক কমিটি গঠন

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২, বিকাল ০৭:২৪

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ ডিসেম্বর) বিকেলে শহরের স্কাউট ভবনে ওই নির্বাচন ও সভা হয়।
সভায় সভাপতিত্ব করে এনসিটিএফ নীলফামারী জেলা সভাপতি নিয়াজ আহমেদ। বক্তৃতা দেন অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মহসীন রেজা রুপম, শিক্ষক জাহানারা রহমান প্রমুখ।
পরে সেখানে গোপন ভোটের মাধ্যমে এনসিটিএফ নীলফামারী জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. জোনায়েদ সিদ্দিকী জিদান সভাপতি এবং নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শেণির শিক্ষার্থী সাদিয়া শাহরিয়ার শুভ্রা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জানা যায়, জেলা কমিটির সদস্য মাহবুব আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন এনসিটিএফ এর দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা করেন। অপর দুইজন হলো সিয়াম আক্তার সুমনা ও মাহমুদুল হাসান ফুয়াদ। নির্বাচন শেষে ১১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছেন একজন সরকারি কর্মকর্তা এবং দুইজন শিক্ষক। 

মন্তব্য করুন


Link copied