আর্কাইভ  শুক্রবার ● ৯ মে ২০২৫ ● ২৬ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৯ মে ২০২৫
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বুধবার, ৭ জুন ২০২৩, রাত ১০:৪২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (৭ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
এরপর দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুষ্ট সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুষ্ট সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক ববী প্রমূখ। 
আলোচনা সভায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন ও জেলা পুষ্টি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন। 
সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান, ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে শিশুদের পুষ্টির উপরে চিত্রাংকন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, প্রবীনদের রক্ত পরীক্ষা, লিল্লাহ বোর্ডিংয়ে পুষ্টিকর খাদ্য বিতরণ ও মসজিদ-মন্দিরে পুষ্টি বার্তা প্রদান করা হবে। 
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে পুষ্টির স্তর উন্নয়নের কথা লিপিবদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুষ্টির স্তর উন্নয়ন করতে সম হয়েছে বলেই আজ গড় আয়ু ৭২ বছরে পৌঁছেছে। আমাদের সকলের শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারনা দিতে হবে। তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন, জীবনমান বৃদ্ধি ও সার্বিক জনস্বাস্থ্য রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাঠ পর্যায়ের কর্মীরা। 
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহুল হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রফিকুল ইসলাম সহ আরো অনেকে। 

মন্তব্য করুন


Link copied