স্টাফরিপোর্টার,নীলফামারী॥“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শনিবার(২ মার্চ) সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ। পরে একই দপ্তরের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, জেলায় ১৫ লাখ ১১ হাজার ২৯৯ জন ভোটার আছেন। এর মধ্যে সালে নতুন ভোটার হয়েছেন ১৮ হাজার ৯৪৪ জন। জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটার দিবস উপলক্ষে দিনব্যাপী জেলা নির্বাচন দপ্তরে বিশেষ সেবা দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে কার্ড বিতরণ, ভোটার হওয়া এবং স্থানান্তর।
এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাচন অফিসার সামছুল আজম, বীর মুক্তিযোদ্ধা কান্তিভুষন কুন্ডু, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী প্রমুখ।