স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীতে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ জুলাই) জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের রিসার্চ ডিরেক্টর ড. মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের রিসার্চ ডিরেক্টর ড. মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ স¤পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, প্ল্যান ইন্টারন্যাশনালের রংপুরের হেড অফ সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন অফিসার আশিক বিল্লাহ, ঠাকুরগাঁও ইএসডিও এর সিনিয়র এপিসি আবু জাফর নুর মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ মেলার মুল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি সব বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেয়া হয়। মেলায় পুষ্টিকর খাবারের প্রদর্শনী করা হয়। মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান স¤পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।
নীলফামারী ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোর্শিয়া রহমার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এই মেলায় ছিল ২৫টি স্টল।
উল্লেখ যে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর সহ-অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প রংপুর ও নীলফামারী জেলায় পুষ্টির মান উন্নয়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। এরই অংশ হিসেবে জনসাধারণের মধ্যে পুষ্টি উন্নয়ন সম্পর্কিত তথ্য ও সেবা প্রচারের লে প্রকল্পটি এই পুষ্টি মেলার আয়োজন করে। উক্ত পুষ্টি মেলায় সরকারের বিভিন্ন দপ্তর সমুহ কৃষি, মৎস্য, সমাজ সেবা, প্রাণী সম্পদ, ডিপিএইচই, স্থানীয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াল্ড ভিশন, ব্র্যাক, আশা, দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের নিজ নিজ দপ্তর এর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে। এছাড়াও উন্নয়ন সহযোগী সংস্থাগন তাদের কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে যেখানে ব্লাড পেশার, ব্লাড সুগার পরিক্ষা ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রিতে ইসিজিসেবা প্রদানের ব্যবস্থা করে।