 
                                                                        
                                                                        
                                        
স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদরের খড়খড়িয়া নদী থেকে সৌদা বালা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে সদরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি দিগলডাঙ্গী গ্রামের বারুনীডাঙ্গা খড়খড়িয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৌদা বালা ওই গ্রামের বিনাই চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সৌদা বালা গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুর ১২টার দিকে নদীর পাশে গ্রামের কৃষকরা ঘাস কাটার সময় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। তবে এলাকাবাসী জানায়, দুই মেয়ে এক ছেলে জননী ওই বৃদ্ধা মস্তিষ্ক স্নায়বিক ব্যাধি (মৃগীরোগ) রোগে আক্রান্ত ছিলেন। দুই বছর আগে তার ছেলে মৃগীরোগে পানিতে ডুবে মারা যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ জানান, আইনীপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরেদহ হস্তান্তর করা হবে।