আর্কাইভ  শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫ ● ৩০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
হাসিনার উল্টো সুর, এখন বলছেন—‘উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই’

হাসিনার উল্টো সুর, এখন বলছেন—‘উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই’

ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার

ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার

অভ্যুত্থানের সপক্ষের দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ: ড. ইউনূস

অভ্যুত্থানের সপক্ষের দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ: ড. ইউনূস

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

নীলফামারীতে পুস্টি কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩, বিকাল ০৭:০৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী কমিউনিটি ক্লিনিকের আওতাধীন ১ নম্বর কমিউনিটি সাপোর্ট গ্রুপের পুষ্টি কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন ও নিরবিচ্ছিন্ন পুষ্টি সেবা প্রদানের জন্য উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার(২০ জুলাই) সকাল ১০টায় মাঠ পর্যায়ের পুষ্টি কার্যাক্রমের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি ও নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান সহ জেলা পুষ্টি সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 
এছাড়া জানো প্রকল্পের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপক গোলাম রব্বানী, ব্যবস্থাপক আনিসুর রহমান, ইএসডিও এর সহকারী প্রকল্প সমন্বয়কারী পর্শিয়া রহমান, সদর উপজেলা ম্যানাজার শরিফ আহমেদ প্রমুখ। 
মাঠ পর্যায়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার। এ সময় কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যরা পুষ্টি পরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন। 
মাঠ পরিদর্শনের সময় পরিদর্শণকারী দলের কাছে কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপের (২০২২-২০২৩) অর্থ বছরের বার্ষিক পুষ্টি পরিকল্পনার অগ্রগতি তুলে ধরা হয়। কমিউনিটি সাপোর্ট গ্রুপের সাথে কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য প্রকৌশল, প্রাণী সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরের যোগাযোগ ও সামাজিক নীরিক্ষা অনুশীলনের ধাপ গুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ কমিউনিটি ক্লিনিকের সবজি বাগান ও ক্লিনিকের পুষ্টি সেবার মান পরিদর্শন করেন এবং তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন অধিদপ্তরসমূহের সাথে এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয়ে সভায় আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি ক্লিনিক থেকে নরবিচ্ছিন্ন পুষ্টি সেবা প্রদানের জন্য উত্তরাশশী মডেল কমিউনিটি ক্লিনিক ও রামনগর মডেল কমিউনিটি ক্লিনিকে নেবুলাইজার মেশিন, ছোট শিশুদের ওজন মেশিন ও রক্তচাপ মাপার যন্ত্র বিতরণ করা হয়। 

মন্তব্য করুন


Link copied