স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলায় বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই পেল শিক্ষার্থীরা। আজ রবিবার(১ জানুয়ারী) সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এ উপলক্ষে নীলফামারী সরকারি ও বালিকা উচ্চ বিদ্যালয়ে চত্বরে মাধ্যমিক পর্যায়ের এবং নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক পর্যায়ের বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(শিক্ষা ও আইসিটি) মোজাম্মেল হক রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার প্রমুখ।
মাধ্যমিক পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফেরদৌসী আশরাফী এবং প্রাথমিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভুষণ চক্রবর্তী।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জেলায় মাধ্যমিক পর্যায়ে দুই লাখ ৮৫ হাজার ১০ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর মাঝে ২৮ লাখ ১১ হাজার ১৫৪টি নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে ৯৫ ভাগ বই আমাদের হাতে এসে পৌঁচেছে। অবশিষ্ট বই দুই একদিনের মধ্যে এসে পৌঁছবে।
অপর দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, জেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৭১৮ জন। এসব শির্ক্ষীর মাঝে বাই বিতরণ করা হবে ১৭ লাখ ৭৫ হাজার ৬১৯টি। এপর্যন্ত ৩০ দশমিক ৫০ ভাগ বই হাতে এসে পৌঁচেছে। অবশিষ্ট বই চলতি মাসের ১৫ তারিখের মধ্যে পাবো বলে আশা প্রকাশ করছি।
সূত্র মতে, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঁচ লাখ ২৩ হাজার ৭২৮ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে ৪৫ লাখ ৮৬ হাজার ৭৭৩ পিস।