স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ নবেম্বর) বিকেলে জেলা শহরের টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গায় আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সংস্থার সহকারী পরিচালক আব্দুর রহিম, আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম, সাইদুল ইসলাম, ইউপি সদস্য মকবুল হোসেন, আবু তালেব, সংস্থার এলাকা সমন্বয়কারী আল রাফিয়া প্রমুখ।
পরে সেখানে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।