স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে মানসম্মত শিক্ষা নিয়ে স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ডিপিএফ নীলফামারী সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল আনোয়ার, টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমান, ডিপিএপর সদস্য শীষ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
সভায় বক্তারা মানসম্মত শিক্ষার মূল উপাদান হিসেবে মানসম্মত শিক্ষক, মানসম্মত শিক্ষা উপকরণ ও মানসম্মত পরিবেশের সাথে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, পর্যাপ্তসংখ্যক যোগ্য শিক্ষক, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষাদান সামগ্রী, ভৌত অবকাঠামো, যথার্থ শিখন পদ্ধতি, কার্যকর ব্যবস্থাপনা ও শিক্ষা ব্যবস্থার উপযুক্ত মূল্যায়নের উপর জোর দেন বক্তারা।
সভায় জেলার প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা সমূহ, কোভিড-১৯ সময়ের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল ডিভাইসহ অন্যান্য সৃষ্ট জটিলতা, জেলার শিক্ষার মান কাঙ্খিত না থাকার কারণ ও শিক্ষার মান উন্নয়নে নানা বিষয় উপস্থাপন করা হয় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) পক্ষ থেকে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানী, বাসুদেব রায়, রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাক্তার মজিবুল হক শাহিন, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান রহিম মঞ্জিল, ডিপিএফ'র সাধারণ সম্পাদক শামিম আজাদ, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক কাজি ফয়েজউল হক শিশির, ডিপিএফ’র সদস্য ও গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) এর নির্বাহী পরিচালক রবিউল হাসান রতন সহ আরো অনেকে।