আর্কাইভ  মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ● ২০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
সাক্ষী না আসায় ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সাক্ষী না আসায় ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নীলফামারী চারটি আসনের মধ্যে দুইটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হলেন

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, রাত ১২:৩১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর জেলার চার আসনের মধ্যে দুইটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে বাকি দুইটিতে প্রার্থী ঘোষণা করেনি। পরবতিতে ওই আসনে বিএনপির প্রার্থীর নাম আসতে পারে অথবা বিএনপির সাথে যে সকল দল জোট গঠন করবে তাদেরকে ওই আসন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মনোনয়ন প্রাপ্ত হলো- নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা দেন। এতে তাদের নাম প্রকাশ করা হয়। 
তবে বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম আসেনি নীলফামারী-১ আসনে বিএনপির চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়ার ভাগনে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং নীলফামারী-৪ আসনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেস্টা পর্ষদের সদস্য বিশিষ্ট কন্ঠশিল্লী বেবী নাজনীনের। তবে কি কারনে মনোনয়ন তালিকায় তাদের নাম আসেনি তা দলের কেউ জানাতে পারেননি। 
সম্ভাব্য তালিকায় শাহরিন তুহিন ও বেবী নাজনীনের নাম দেখতে না পেয়ে তাদের সমর্থকরা কোন মন্তব্য না করলেও হতাশায় পড়েছে বলে জানা যায়।  
এদিকে প্রকাশিত দুইটি আসনের মনোনয়ন ঘোষণার পর নীলফামারীর বিএনপি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের দৃশ্য দেখা গেছে। স্থানীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন। এ ঘোষণার মধ্যে দিয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদের নির্বাচনমুখী করে দিয়েছে বলে সচেতন মহল মনে করছেন। 
তবে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) এবং নীলফামারী-০৩ (জলঢাকা) আসনের প্রার্থী এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। এ দুটি আসনে কে দলীয় মনোনয়ন পাবেন, তা জানার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। 
জেলা বিএনপির বেশকিছু নেতা-কর্মীরা জানান, বিএনপি প্রার্থী ঘোষণার মাধ্যমে নীলফামারীর দুই আসনে দলের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করতে নেতাকর্মীরা এখন থেকে এলাকায় প্রচারণা জোরদার করার পরিকল্পনা করছেন। তবে আমরা দলের কাছে আশাবাদি নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষনা করা হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আমরা চারটি আসনের ধানের শীষের প্রার্থীদের জয় নিয়ে আসতে পারি। 

মন্তব্য করুন


Link copied