স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পাটির ১১ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের তিনটি আসনে ৯ জন এবং জাতীয় পাটিতে ২টি আসনে দুই জন বিদ্রোহী রয়েছেন।
বিদ্রোহী আওয়ামী লীগ
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মো. ইমরান কবীর চৌধুরী। আসনটিতে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বদন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব মো. রোকনুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক হুকুম আলী খান, জেলা যুবলীগের সহসভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী মার্জিয়া সুলতানা, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম।
এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা। তাঁর স্ত্রী মার্জিয়া সুলতানা ডামি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন বলে জানান তিনি।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াৎ হোসেন খোকন স্বতন্ত্র প্রাথীর মনোনয়ন দাখিল করেছেন।
এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাবুল।
বিদ্রোহী জাতীয় পাটি
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জেলা জাতীয় পাটির উপদেষ্টা মন্ডলীর সহসভাপতি সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের স্বতন্ত্র প্রাথীর মনোনয়ন দাখিল করেছেন।
এ আসনে জাতীয় পাটির মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে জেলা জাতীয় পাটির সহসভাপতি ও সৈয়দপুর উপজেলার সাবেক আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলম স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন।
এ আসনে জাতীয় পাটির মনোয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।