আর্কাইভ  শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫ ● ৭ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি

♦ শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
♦ জুলাই সনদ নিয়ে আশাবাদী
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

ভোটের লড়াইয়ে ৫০৯ প্রার্থী

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম

উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস

পঞ্চগড়ে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু

বুধবার, ২০ আগস্ট ২০২৫, রাত ১০:০১

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। 
 
বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
নিহতরা হলেন, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী পটেশ্বরী এলাকার সুজন ইসলামের মেয়ে টাঙ্গন ব্যারেজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি আরা (১৪) ও একই একই ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর এলাকার অনিক চন্দ্র রায়ের ছেলে মোহন চন্দ্র রায় (৪) এবং সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকার জহিরুল ইসলাম সোহাগের ছেলে আব্দুল্লাহ আলিম আদনান (৬)।
 
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী পটেশ্বরী এলাকায় বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে প্রতিবেশি এক মেয়ের সাথে গোসল করতে যায় মুন্নি আরা। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল দুইজনই। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় মুন্নি। পরে প্রতিবেশি মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন সহ স্থানীয়রা ছুটে এলে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদমান সাকিব তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, বুধবার বিকেলে একই ইউনিয়নের আরাজী মন্ডলহাট এলাকায় বাড়ির উঠানে খেলা করছিল চার বছর বয়সী শিশু মোহন চন্দ্র রায়। একপর্যায়ে বাড়ির বাইরে বের হলে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ডোবার পানিতে ভাসতে দেখা যায় মোহনকে। পরে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদমান সাকিব তাকে মৃত ঘোষণা করেন।
 
এছাড়া, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকি পাড়া এলাকার ৬ বছর বয়সী শিশু আব্দুল্লাহ আলিম আদনানকে বুধবার বিকেলে ঘরের মধ্যে রেখে গোসলে যায় তার চাচা। পরে চাচাকে খুঁতে ঘর থেকে বের হয় সে এক পর্যায়ে বাড়ির বাইরে বের হলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে শিশুটির চাচা তাকে দেখতে না পেয়ে বাড়ির বাইরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে আদনানকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল করা হচ্ছে। এসব ঘটনায় কোন অভিযোগ পাইনি। তবে থানায় পৃথকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন


Link copied