ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে উত্তর বঙ্গ থেকে ছেড়ে যাওয়া ৭ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের কালিহাতীতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন গন্তব্যগামী ট্রেন নানা স্টেশন ও স্থানে আটকা পড়ে। ফলে ট্রেনগুলো যথাসময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।
স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, ট্রেনের যাত্রা বাতিল করা হলেও যাত্রীরা টিকিট ফেরতের মাধ্যমে কাউন্টার থেকে তাদের টাকা ফেরত পাচ্ছেন। তবে রাত ৯টা ১০ মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।