আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চমবারেও নীলফামারী ২ আসনে নৌকার মাঝি হলেন সেই বাকের ভাই

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩, রাত ১১:৫৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ লোকে তাকে মনে রেখেছে নাটকের একটা চরিত্রের জন্যে! একটা নাটক, বা একটা চরিত্রে অভিনয় করে এতটা জনপ্রিয়তা আর কেউ পেয়েছিলেন কিনা জানা নেই। এমনকি তিনি যখন প্রথম ২০০১ সালের সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হলেন তখন নীলফামারীতে বাকের ভাইয়ের নামে ভোট চাওয়া হয়েছিল তার জন্য...। এরপরের হিসাব গুলো সহজ ছিল। ধাপে ধাপে ২০০১ থেকে ২০১৮ সালের অষ্টম থেকে একাদশ সংসদ নির্বাচন পর্যন্ত তিনি নৌকার প্রার্থী হয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন একই আসনে। এমনকি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী(সাবেক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। প্রতিবারেই বিপুল ভোটে তার বিজয় কেউ আটকাতে পারেননি। তবে হ্যাঁ, একটা বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, সেটা বাকের ভাই এর তুমুল জনপ্রিয়তার। যে মানুষটা একটা কল্পিত চরিত্র দিয়ে লাখো কোটি দর্শকের হৃদয়ে ভালোবাসার আসন গড়ে নিয়েছিলেন, তার নাম আসাদুজ্জামান নূর। আশির দশকের সেই সময়টায় নাকি বাকের ভাইয়ের জনপ্রিয়তার নীচে তার নামটাই হারিয়ে যেতে বসেছিল! অথচ লোকে এখনও আসাদুজ্জামান নূরের নাম শুনলে বাকের ভাইকে একবার স্মরণ করেই, যেন দুটো সমার্থক শব্দ! তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ২ (সদর) আসনে নৌকায় মনোনয়ন পেলেন সেই বাকের ভাই বা আসাদুজ্জামান নুর। এবার তিনি সংসদ সদস্য পদে পঞ্চবারের জন্য লড়বেন।
এর পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে টানা দুইবারের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ (জলঢাকা) মহাজোটে বর্তমানে জাপা এমপি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেলের আসনে নৌকার মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা। এছাড়া নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) মহাজোটে বর্তমানে জাপা এমপি আহসান আদেলুর রহমানে আসনে নৌকার মনেনয়ন পেলেন কিশোরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বাবুল।  
রবিবার(২৬ নবেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

মন্তব্য করুন


Link copied