আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

চানখারপুলে ৬ হত্যা
৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই

চিফ প্রসিকিউটর
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, রাত ০৮:৫৪

Advertisement

নিউজ ডেস্ক: প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ছাড়া নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর ঢালাই ব্রিজ পয়েন্টে প্রতিমা বিসর্জনে গিয়ে আরো এক শিশু নিখোঁজ হয়েছে।

গাজীপুরে নিখোঁজরা হলো হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে। নৌকাটি বিকেল সাড়ে ৫টায় তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিনচালিত আরেকটি বড় নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট ডিঙ্গি নৌকাটি। 

এ সময় ওই নৌকায় থাকা নারী-পুরুষসহ বেশ কয়েকজন সাঁতারে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু।

নৌকাডুবির পরপর স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করতে তুরাগ নদীতে নামে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে নওগাঁ মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাদেবপুরের বিভিন্ন মন্দির থেকে প্রতিমা বিসর্জনে আসে ৫০টির বেশি নৌকা। সন্ধ্যার কিছু আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে এক শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশু উদ্ধারে কাজ করছে।তবে মহাদেবপুর ফায়ার স্টেশনে কোনো ডুবুরি দল না থাকায় খবর দেওয়া হয়েছে রাজশাহী স্টেশনে। সেখান থেকে উদ্ধারকারী দল আসবে।

মন্তব্য করুন


Link copied