আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

ফের সেই ভোগান্তির আন্দোলন সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, রাত ১০:০৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: আবারও দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু হয়েছে। গতকাল ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা, মোহাম্মদপুর ও মিরপুরসহ সারা দেশে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার্থীরা। এতে যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ (টিএসএস) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করেন। তবে সন্ধ্যা ৬টায় নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। কর্মসূচি হিসেবে আজ রেলপথ অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীদের পক্ষে জুবায়ের পাটোয়ারী। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি : জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে কোর্স চালু, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ এবং যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নপদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থীদের।

গতকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও-মগবাজার-মহাখালী সড়কে যানজট তীব্র আকার ধারণ করে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে মাঝপথেই হাঁটা শুরু করেন। তাদের মধ্যে অনেকে রোগীও ছিলেন। আন্দোলনকারীদের সড়ক থেকে সরাতে না পেরে বাধ্য হয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডাইভারশন দিয়ে বিকল্প সড়কে যাতায়াতের অনুরোধ করা হয় নগরবাসীকে। বিকাল ৩টার দিকে মগবাজারে কথা হয় বাসড্রাইভার বাকের আলীর সঙ্গে। তিনি বলেন, কয়েক মাস আগে রোজ রাস্তা অবরোধ থাকত। মাঝে কিছুদিন ভালোই ছিলাম। এখন দেখছি আবার শুরু হয়েছে। সব দাবির জন্য রাস্তা অবরোধ কেন করতে হবে এটাই বুঝি না। বিকাল ৩টার পর বৃষ্টি শুরু হলে সাতরাস্তার মোড় থেকে আসা ও যাওয়ার রাস্তা অবরোধ অব্যাহত রাখে তারা। এর মধ্যে শিক্ষার্থীদের কিছু অংশ সড়কে ফুটবল খেলে। আর কিছু অংশ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান নেয়। ফলে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শুধু ঢাকায় নয়, সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : ছয় দফা দাবিতে গতকাল বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে মহানন্দা সেতুর উভয়পার্শ্বে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। পরে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেনী : ফেনীতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন জেলার সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে রেল ও সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে প্রশাসন ও শিক্ষকদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

হবিগঞ্জ : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধুলিয়াখাল পয়েন্টে সড়ক অবরোধ করেন হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুর : ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকায় সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সড়কে বসে দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় আন্তজেলা ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়, এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

রাজশাহী : দ্বিতীয় দিনের মতো গতকাল রাজশাহীর ভদ্রা এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল : বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে এক ঘণ্টা পর যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কুষ্টিয়া পলিটেকনিকের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে শহরের যানযট সৃষ্টি ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বস্ত করলে তারা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নেন।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর যৌথ বাহিনীর ফাঁকাগুলি ও লাঠিচার্জের পর সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। এ সময় হুড়োহুড়ি করে সড়ক ছাড়তে গিয়ে আহত হন অন্তত ২০ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন


Link copied