আর্কাইভ  রবিবার ● ১৩ জুলাই ২০২৫ ● ২৯ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৩ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

বয়ঃসন্ধিতে ত্বকের সমস্যায় করণীয়

সোমবার, ২১ মার্চ ২০২২, সকাল ০৯:২৫

Advertisement

ডেস্ক: বয়ঃসন্ধিকালে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া, ব্রণ ওঠা, কারো কারো ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। এর অন্যতম কারণ হরমোনজনিত পরিবর্তন যার প্রভাব শুধু মনে না, ত্বক এবং চুলেও পড়ে।

  • বাইরে বের হলেই ধুলাবালু ত্বকে জমে। যেখানেই রোদের তাপ সেখানেই ঘাম হয়। এতে ত্বক ও চুল হয়ে যায় নিষ্প্রাণ ও রুক্ষ। তাই প্রতিদিন ভালোভাবে পরিষ্কার না করা হলে চর্মরোগ দেখা দিতে পারে। স্কুল-কলেজ বা কোচিং থেকে ফিরে কিশোরীদের উপযোগী ফেসিয়াল ক্লিনার, ফেসিয়াল জেল বা ফোম দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে।
 
  • মুখে ব্রণ হলে হাত দিয়ে খোঁটাখুঁটি করা ঠিক নয়। কারণ হাত ও নখের জীবাণু ঢুকে ব্রণ যেমন আরও বাড়বে তেমনই রেখে যাবে স্থায়ী দাগ। নতুন ব্রণ ওঠলে একটি-দুটি লবঙ্গ থেঁতলে সেখানে লাগিয়ে রাখলে একটু জ্বলবে তবে ব্রণ কমে যাবে। কারণ এটি জীবাণু বিনাশে বেশ সহায়ক।
  • গোসলের অন্তত ৪০ মিনিট আগে গোড়াসহ পুরো চুলে সপ্তাহে দুই দিন তেল লাগাতে হবে। মোটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে তা ১০ মিনিট মাথায় পেঁচিয়ে রেখে ভালো মতো শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলে উপকার পাবেন।
  • বয়ঃসন্ধিতে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসের সমস্যা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে বাজারের স্ক্রাবের চেয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি স্ক্রাব ব্যবহার করাটাই ভালো। চালের গুঁড়া, দুধ বা টক দই, পেস্তা বাদাম, মসুর ডাল অল্প করে নিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে নেবেন। এই মিশ্রণ মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ব্ল্যাক হেডস ও ত্বকের মৃত কোষ দূর হয়ে যাবে।

মন্তব্য করুন


Link copied