দিনাজপুর প্রতিনিধি: প্রায় ২ মাস পর বাড়ীতে ফিরে স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনা জেনে যাওয়ায় স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অপচেষ্টার অভিযোগ উঠেছে। আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার রাতে বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সাত দাগ এলাকার গোলাপ হোসেন এর ছেলে রফিকুল ইসলাম (৪০) কে তার স্ত্রী ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলার অপচেষ্টা করে। রাতে কবিরাজ দিয়ে চিকিৎসা করার পর ব্যাপক ধামাচাপা দেয়ার চেষ্টা করতে গিয়ে শারীরিক অবস্থা বেগতিক দেখে সকালে ঘটনা জানাজানি হলে থানা পুলিশ গিয়ে আহত রফিকুলকে উদ্ধার করে এবং তার স্ত্রীকে পুলিশী হেফাজতে নেয়া হয়।
মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখাকালীন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। আহত রফিকুল বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।