আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

বিয়ের আট মাসের মধ্যেই বাবা হলেন কাঞ্চন মল্লিক!

রবিবার, ৩ নভেম্বর ২০২৪, দুপুর ০৪:৩৯

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক: দীপাবলি উৎসবেই সুখবর দিলেন টলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক। ৫৪ বছর বয়সে বাবা হলেন অভিনেতা। মা হলেন তার দ্বিতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সুখবর। শ্রীময়ী যে অন্তঃসত্ত্বা ছিলেন সেই খবর প্রকাশ্যে আসতে দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই।

তবে কালীপূজার সময় শ্রীময়ীর ছবি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, সুখবর আসতে চলেছে। সেই খবর যদিও উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী। তবে ভাইফোঁটার আগের দিনই সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার খবর প্রকাশ করলেন কাঞ্চন-শ্রীময়ী।

সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে, আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো খবরটা দিতে চাই। আমরা এখন তিনজনের পরিবার। আমাদের ছোট্ট মেয়ে কৃষভিকে আশীর্বাদ করবেন। মিস্টার অ্যান্ড মিসেস মৌলিক।’ 

এদিকে এই সুখবর খবর শেয়ার করতেই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অনিন্দিতা রায়চৌধুরী। অভিনন্দন জানাচ্ছেন তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা।

কাঞ্চন জানিয়েছেন মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন টলিউডের এই চর্চিত কাপল। এর ঠিক কিছু দিন পরেই গত ২ মার্চ সামাজিক বিয়েও সম্পন্ন হয়েছিল তাদের। মাত্র সাড়ে আট মাসের মধ্যেই দুই থেকে তিন হলেন তারা।

মন্তব্য করুন


Link copied