আর্কাইভ  শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫ ● ৬ পৌষ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ:
ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে হাদির মরদেহ

বিমানবন্দর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে হাদির মরদেহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে

লালমনিরহাটে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

লালমনিরহাটে চিতাবাঘ আতঙ্ক, বিজিবির সতর্কবার্তা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:৫৫

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।।  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ব্রাকসু সম্প্রতি সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৫ ইং তারিখে মহামান্য চ্যান্সলরের আদেশক্রমে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯’-এ ছাত্র সংসদকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হয়।
তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গেজেট প্রকাশের পরই নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বিলম্বিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বক্তারা অভিযোগ করেন— একটি মহল ছাত্র সংসদ আইন সংশোধনের অজুহাতে নির্বাচনকে বিলম্বিত ও বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আইনটি শতভাগ নিখুঁত না হলেও তা নির্বাচন আয়োজনের অন্তরায় নয়। প্রয়োজনে নির্বাচনের পর সংশোধন করা সম্ভব। তাই তারা অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিতু খাতুন, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামসুর রহমান সুমন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রহমত আলী।

এসময় বক্তারা বলেন, ব্রাকসুর যাত্রা যেন আর বিলম্বিত না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোড়ালো আহ্বান জানান।

মন্তব্য করুন


Link copied