কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর রুটে তিস্তা নদীর ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের তৃতীয় তিস্তা সড়ক সেতুর নামকরণ করা হয়েছে ‘মাওলানা ভাসানী সেতু’। বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রথম রাতেই সেতুর ল্যাম্পপোস্টগুলো অন্ধকারে ডুবে যায়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে জানা গেছে, সেতুর বৈদ্যুতিক তার (ক্যাবল) চুরি হয়ে গেছে। ফলে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, বহু প্রত্যাশিত একটি সেতুর উদ্বোধনের দিনই যদি এমন নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অবকাঠামোর সুরক্ষা কেমন থাকবে।
ঘটনার বিষয়ে প্রশাসন বা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।