নীলফামারী: মাদক মুক্ত সমাজ গঠন ও বাল্য বিয়ে মুক্ত সমাজ গঠনে নীলফামারীতে ঝষি বিদ্যাপীঠের দিনব্যাপী আয়োজন হয়েছে।
জলঢাকা বগুলাগাড়ী ঋষি বিদ্যাপীঠ এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী'র মাধ্যমে দিন ব্যাপী মাদকমুক্ত সমাজ গঠনে কার্যক্রম শুরু হয়। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি জলঢাকা পৌরসভা মেয়র মোঃ ইলিয়াস হোসেন বাবলু। প্রধান আলোচক ছিলেন নারায়ন চন্দ্র রায়, প্রতিষ্ঠাতা, ঋষি বিদ্যাপীঠ। সভাপতিত্ব করেন শ্রী মাহিন্দ্র দেবনাথ, সভাপতি, বগুলাগাড়ী ঋষি বিদ্যাপীঠ মনিটরিং কমিটি। দিন ব্যাপী মাদকমুক্ত সমাজ গঠনে অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।