আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

মারা গেছেন অর্ষার মা, হাসপাতালের চিকিৎসা নিয়ে ক্ষোভ

শনিবার, ২১ জুন ২০২৫, দুপুর ০১:৫১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন অর্ষার মা। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল। মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি।

এদিকে হাসপাতালের সেবার মান নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অর্ষার স্বামী-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ‘চিকিৎসা ব্যবসা নাকি ‘সু-চিকিৎসা সেবা’ হ্যাশট্যাগ দিয়ে স্ট্যাটাসে তিনি লেখেন— ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না।’

‘সাংবাদিকদের বলি—ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, সততার দম থাকলে হাসপাতালগুলোতে ঘুরে দেখুন। দেখুন, কী দুরাবস্থা সবার! কী দুরাবস্থা হাসপাতালগুলোর! এবং এখানে যারা কাজ করে তাদের মান কতটা নিচে! সেবা বলে কিছু নেই কোথাও। সবই কেবল টাকার খেলা। সরকারি হোক বা বেসরকারি-সবই নোংরা ব্যবসা আর রাজনীতি। কারো নেই সেবার মানসিকতা কিংবা দক্ষতা।’

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। শুরুর দিন থেকেই মা-ই ছিলেন অর্ষা বড় অনুপ্রেরণা—এ কথা বিভিন্ন সময় জানিয়েছেন অর্ষা।

‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’—পরপর কয়েকটি ওটিটি প্রজেক্টে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অর্ষাকে। এসব চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিতও হয়েছেন।

মন্তব্য করুন


Link copied