আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫ ● ১০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

‘নভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্টমার্টিন’

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থী পেটানো
রংপুরে সেই বাগছাস নেতার পদ স্থগিত

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

মুন্সীগঞ্জে বাসচাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ০২:৩৪

Advertisement

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর ঢাকা-টঙ্গীবাড়ী সড়কে বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক যাত্রীবাহী বাসে আগুন জ্বালিয়ে দিয়েছে।

নিহত মাদ্রাসা ছাত্রীর নাম আরবী ইসলাম (৬)। সে রান্ধুনীবাড়ি এলাকার আলমগীর শেখের মেয়ে। সে স্থানীয় সিকদার বাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে পুড়ে গেছে। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা আগেই যে যার মত নেমে চলে গেছেন।

টঙ্গীবাড়ী থানার ওসি আরও বলেন, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। শিশুর মরদেহটি পরিবারের কাছেই রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


Link copied