আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

যশের সঙ্গে পূজা দিয়ে যা বললেন নুসরাত!

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ০৪:১৫

Advertisement

বিনোদন ডেস্ক:  সঙ্গে তার সঙ্গী যশ দাশগুপ্ত। জমিয়ে সিঁদুর খেললেন দুজনেই। দেখা গেল জামদানি শাড়িতেই। অন্যদিকে যশ পরেছিলেন সাদা রঙের শার্ট এবং নীল রঙের জিনস। অভিনেত্রী নুসরাত জাহানের এবার পূজা যেন সত্যিই অন্যরকম।

নুসরাত তো আগেভাগেই বলে দিয়েছিলেন, এবার ছেলেকে নিয়ে মণ্ডপে যাবেন। ঠাকুর দেখাবেন। করলেনও তাই। শুক্রবার যশ এবং ঈশানকে নিয়ে সাবেকি সাজে পুজোর মণ্ডপে দেখা গেল নুসরাতকে। সপ্তমীর সন্ধ্যায় বাবা যশকে কেক কেটে খাইয়েছিলেন। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে মা-বাবার সঙ্গে দুর্গা দর্শনে বেরিয়েছিল ঈশান। সপরিবারে ছবি শেয়ার করে অনুরাগীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

যশ-নুসরাতের ছেলে ঈশানকে দেখা গেল একেবারে আদ্যোবান্ত বাঙালিবাবু সাজপোশাকে। পরনে তার সাদা ধুতি-পাঞ্জাবি। তাতে আবার লাল সুতো দিয়ে কারুকার্য করা। নুসরাতকেও দেখা গেল লাল শাড়িতে। সোনার গয়নায় সাবেকি সাজে। সিঁথিতে সিঁদুর। অন্যদিকে আকাশি রঙের পাঞ্জাবি পরেছিলেন যশ।

অভিনেত্রীর শেয়ার করা ফ্রেমেই ধরা পড়ল তাদের একটুকরো সুখী গৃহকোণের ছবি। বয়স সবে তিন হলেও ঈশান যে দিব্যি ক্যামেরা ফ্রেন্ডলি। সেটা তার অভিব্যক্তিতেই ধরা পড়েছে। মায়ের কোলে বসে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলেছে খুদে ঈশান। আর যশেরও চোখ ছিল ছেলের দিকেই।

এবারও অঞ্জলি দিয়ে জমিয়ে ভোগ খেয়েছেন ছেলে ঈশান এবং যশকে নিয়ে। সন্ধেয় তাকে দেখা গেল বন্ধু তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে জমিয়ে পুজো প্যান্ডেলে আড্ডা দিতে। সপরিবারে ছবি শেয়ার করে নুসরাতের বার্তা, ‘সবা মঙ্গল হোক। আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে দুর্গোৎসবের শুভেচ্ছা।’

এর আগে  ০৭ অক্টোবর নুসরাত বলেন, ‘বিশ্বাস কোনও ধর্মের উপর নির্ভর করে না। কোনও ভাষার উপরেও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। ট্রোলিংকে আমি পাত্তা দিই না। কারণ, প্রত্যেকের তার নিজের মতো জীবন যাপনের স্বাধীনতা রয়েছে। কেউ অন্যের জীবনযাপনের শর্ত নির্ধারণ করে দিতে পারে না। আমি সমাজমাধ্যমে দেখেছি, মহিলাদের একটু বেশিই ট্রোল করা হয়। চারটা লাইন লিখে পালিয়ে যাচ্ছে। তাদের চিনিও না, জানিও না। তাই পাত্তাও দেই না।’

মন্তব্য করুন


Link copied