আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫ ● ৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভারতে অবস্থান করা
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

“ হাসিনা নেই, ইলিশও কম ”
ইলিশ ছাড়া এবারও নালিশী কান্ড ভারতের পশ্চিমবঙ্গে

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা প্রয়োজন-নীলফামারীতে ডিএনসি ডিজি 

বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, রাত ০৮:০৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বলেছেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও মাদক প্রতিরোধে পারিবারিক সচেতনতার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই।  
বৃহস্পতিবার(৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
তিনি আরো বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এলাকার চিহিৃত মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে হবে।
‘মানুষ মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এ প্রতিপদ্যকে নিয়ে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। 
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন প্রমুখ। 
সভায় জানানো হয়, মাদক নির্মুলে তৃনমুলে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা মুলক নানা কর্মসুচি গ্রহণ করা হচ্ছে এছাড়া মাদক মামলা গুলোর দ্রুত বিচার নি®পত্তি এবং মাদক ব্যবসায়ীদেরও নানা ভাবে মোটিভেশন করার উদ্যোগ নেয়া হচ্ছে মাদক ব্যবসা পরিহারে। 
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় সরকারী বেসরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, এনজিও প্রধানগণ এতে অংশ নেন। 

মন্তব্য করুন


Link copied