আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

রংপুরের দুইটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, দুপুর ০৪:৫০

Advertisement

মমিনুল ইসলাম রিপন: প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে রংপুর সদর উপজেলার দুটি ইউনিয়ন (সদ্য পুরস্করণী ও মমিনপুর) পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৬ অক্টোবর) রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি অফিস আদেশ  জারি করা হয়েছে।
 
অফিস আদেশ অনুযায়ী, সদর উপজেলার ০৪নং সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে এস এম আইনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রংপুর সদরকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
এছাড়া, ০১নং মমিনপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে মোঃ ফরহাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, রংপুর সদরকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার, রংপুর সদর, রংপুরের প্রেরিত প্রস্তাব ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দে জারীকৃত পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর অনুচ্ছেদ ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
 
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
 
উল্লেখ্য, সদ্যপুষ্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা ও মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান  মো: মিনহাজুল এর বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা ও  হত্যা চেষ্টা মামলা রয়েছে। 

মন্তব্য করুন


Link copied