আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শনিবার, ৮ মার্চ ২০২৫, রাত ১০:২২

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৫, পালিত হয়েছে।

 শনিবার (৮ই মার্চ) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসন ও উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুর-এর উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, নারীরা চিরকালই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশে নারীর অবদান প্রসঙ্গ তিনি বলেন, এদেশের অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের তৈরি পোশাক শিল্প থেকে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আর এই তৈরি পোশাক শিল্পে নারীদের ভূমিকা অপরিসীম। শুধু তৈরি শিল্প খাতেই নয়, অন্যান্য খাতে নারীর অংশগ্রহণ ব্যাপক এবং তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ প্রয়োজন। এজন্য সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানান ধরনের প্রশিক্ষণ প্রদান করছে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত নারী সমাজে বিভিন্ন সমস্যা সমাধানের মধ্য দিয়ে নিজেদের জীবন নির্ধারণমূলক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পায়। নারী ক্ষমতায়ন নারীর নিজস্ব মূল্যবোধকে বিকাশিত করতে সাহায্য করে। নারীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করলে দেশের আর্থসামাজিক অবস্থা উন্নত হবে।

নারী নির্যাতন বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, নারী নির্যাতন গর্হিত কাজ। সমাজে নারী নির্যাতন বন্ধে সরকার প্রণীত আইনের যথাযথ প্রয়োগ করা জরুরি। নারী নির্যাতন বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম, রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম প্রমুখ।

আলোচনাসভায় ব্র্যাক, আরডিআরএস বাংলাদেশ জননী প্রজেক্ট, এডাব, টি আই বি (সনাক), দেবীচৌধুরাণী পল্লী উন্নয়ন কেন্দ্র, ইএসডিও, সীড, কমিউনিটি আিই কেয়ার রিসার্চ সেন্টার, নব প্রভাত ফাউন্ডেশন, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ, নাগরিক উদ্যোগ, স্বর্ণ নারী এসোসিয়েশন, ব্র্যাক আইডিপি এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধিগণ নারীর ক্ষমতায়ন, সম-অধিকার, বাল্যবিবাহ রোধ, ধর্ষণ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন মহিলা সংগঠন ও এনজিওকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডে প্রশিক্ষিত ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মন্তব্য করুন


Link copied