আর্কাইভ  বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫ ● ৩ পৌষ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় পার্টিতে ফিরেছেন রাঙ্গা এবং নূর মোহাম্মদ মন্ডল

জাপার দুর্গ উদ্ধারের মিশন শুরু
জাতীয় পার্টিতে ফিরেছেন রাঙ্গা এবং নূর মোহাম্মদ মন্ডল

ইনশাআল্লাহ আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি: লন্ডনে বিদায়ী সভায় তারেক রহমান

ইনশাআল্লাহ আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি: লন্ডনে বিদায়ী সভায় তারেক রহমান

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ফুল দেওয়ার প্রস্তুতি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে ফুল দেওয়ার প্রস্তুতি

জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

রংপুরে ছিনতাইয়ের অভিযোগে ২ ছিনতাইকারী গ্রেফতার

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২৪

Advertisement

মমিনুল ইসলাম রিপন: নগরীর শাপলাচত্ত্বর এলাকায় এক কিশোর ও তার বন্ধুকে মারধর-ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শরিফ ও তরুণ বাবু তন্ময় নামে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার শরিফ শাপলা কলেজ পাড়া রোডের আলম মিয়ার ছেলে এবং তরুণ বাবু তন্ময় শাপলা চত্বর হাজিপাড়া এলাকার শ্রী রাজেন চন্দ্রের ছেলে। 
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। 
 
ওসি জানান, তামিম সরকার (১৭) ও তার বন্ধু আবিদ সরকার (১৭)  রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে শাপলাচত্ত্বর মোড়ে অবস্থান করছিলেন। এসময় ৩-৪ জন অজ্ঞাত যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। নিজেদের পলাশবাড়ি উপজেলার বাসিন্দা পরিচয় দেওয়ার পর তারা তাকে ও তার বন্ধুকে জোরপূর্বক সাইডে নেওয়ার চেষ্টা করে। এসময় আবিদ প্রাণভয়ে দৌড় দিলে তাকে ছাতা দিয়ে আঘাত করা হয় এবং আবিদকে আটক রেখে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে ছিনতাইকারীরা তামিমের প্যান্টের পকেট থেকে রিয়েলমি মোবাইল ফোন ও পিছনের পকেট থেকে মানিব্যাগে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি আবিদের কাছ থেকেও ১ হাজার ৫ শ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
 
ঘটনার পর তামিম সরকার বাদী হয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করলে, তা ৩৯৪ ধারায় মামলা হিসেবে রুজু হয়। মামলার পরপরেই পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাপলা এলাকা থেকে প্রথমে শরিফ (২৩) কে গ্রেফতার করে। পরে অভিযান চালিয়ে শ্রী তরুণ বাবু তন্ময় (১৯) কে গ্রেফতার করা হয়। 
 
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ছিনতাই ও মারধরের অভিযোগে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাগত থাকবে। 

মন্তব্য করুন


Link copied