আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

রংপুরে দুটি লাশ উদ্ধার

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৭:৫৩

Advertisement

রংপুর: রংপুর সদর উপজেলার সদ্যপুষ্কুরিনী কেশবপুরে বাড়ি থেকে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে পুকুর হতে জামিলা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। একই উপজেলার ইশ্বরপুর গ্রাম থেকে সুমাইয়া বেগম (১৭) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে এই দুই নারীর লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনি ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী জমিলা বেগম প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ঘরে ঘুমাতে যান। রবিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া না গেলে তার পরিবারের লোকজন মাইক প্রচারণাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নেন। সোমবার সকালে রাস্তার ধারে একটি পুকুরে জমিলা বেগমের লাশ পুকুর থেকে এলাকাবাসী উদ্ধার করে পুলিশে খবর দেয়।  

এদিকে ইশ্বরপুর গ্রামের আরমান হোসেনের স্ত্রী সুমাইয়া বেগম নামে এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ বিছানার ওপর শুইয়ে রাখা হয়। চার মাস আগের সুমাইয়ার বিয়ে হয়েছিল। পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে। পরে তার লাশ বিছানায় পরিবারের লোকজন শুইয়ে রাখে। তবে এনিয়ে রহস্য রয়েছে। স্থানীয়রা বলেন তাকে হত্যা করা হয়েছে। 

কোতোয়ালি থানার ওসি অলিভ মাহামুদ বলেন, বিকেলে সুমাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। একটি ইউডি মামলা করা হয়েছে। বৃদ্ধা জামিলার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান। 

মন্তব্য করুন


Link copied