নিজস্ব প্রতিনিধি: রংপুরে দুলাভাই কর্তৃক নাবালিকা শ্যালিকাকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার আখিরের হাট এলাকায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়। পরিবারের অভিযোগ , গত ২০ জুন বান্ধবীর বাসায় নিয়ে যাওয়ার কথা বলে দুলাভাই নাজমুল অপহরণ করে রোকাইয়া জাহান বৃষ্টি নামে ঐ স্কুল ছাত্রীকে।
ভুক্তভোগী পরিবার আরো অভিযোগ করেন, অপহরণের ঘটনায় থানায় মামলা করলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। দ্রুত অপহরণকারী নাজমুলকে গ্রেফতারের দাবি জানান পরিবার।