আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

রংপুরের গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত

তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার  কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

রংপুরসহ পাঁচ জেলায় পদযাত্রা
তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:৪৩

Advertisement

নিজস্ব প্রতিবেদক :  রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। দুর্ঘটনার একটি নগরীর লালবাগ এলাকায় অপরটি নব্দীগঞ্জ এলাকায়।  

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ  সূত্রে জানাগেছে,  রবিবার বিকেলে রংপুর নগরীর লালবাগ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মনিরুল ইসলাম জীবন (২২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত জীবন কুড়িগ্রাম জেলার উলিপুরের আসর আলীর ছেলে। এ সময় গুরুতর আহত মামুনুর রশীদকে (৪৫) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামনুর রশীদ নগরীর  মাহিগঞ্জের রফিকুল বসুনিয়ার ছেলে।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে রবিবার বরিশাল চরমোনাই পীরের মাহফিল থেকে লালমনিরহাটের দিকে ফিরছিল যাত্রীবাহি বাস রোজিনা পরিবহন। সকাল ৮টার দিকে বাসটি নগরীর ২৯নং ওয়ার্ডের কলাবাড়ি আনোয়ারুল উলুম কুরআন একাডেমির সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভুট্টাক্ষেতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে লালমনিরহাট আদিমারী পাগলারচর এলাকার ফজলার রহমানের ছেলে মোহাম্মদ আলী নিহত হন। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

মন্তব্য করুন


Link copied