আর্কাইভ  বুধবার ● ৫ নভেম্বর ২০২৫ ● ২১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
আলু এখন কৃষকের বোঝা

আলু এখন কৃষকের বোঝা

সাক্ষী না আসায় ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সাক্ষী না আসায় ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, রাত ০৮:১৪

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। উত্তরাঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের নতুন অধ্যায় রচনা হলো আজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় বা আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে রংপুরে যাত্রা শুরু করেছে।
 
মঙ্গলবার (০৪ নভেম্বর ) সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে নবগঠিত রংপুর আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
 
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম এবং বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) রংপুর বিভাগ মোঃ আবু জাফর (যুগ্ম সচিব)।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) জনাব সেখ কামাল হোসেন (উপসচিব)। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রংপুর মোহাম্মদ রবিউল ফয়সাল।
 
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইতিহাসের প্রেক্ষাপটে জানানো হয়, ১৮৬১ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠনের মাধ্যমে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে এর প্রধান কার্যালয় ঢাকায় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে চারটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।
 
চার দশকেরও বেশি সময় পর এবার পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রমের সূচনা হলো।

মন্তব্য করুন


Link copied