আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

রংপুর জেলায় হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট ফোন উদ্ধার সেবাগ্রহীতাদের নিকট হস্তান্তর

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩, বিকাল ০৫:৫৭

Advertisement

মমিনুল ইসলাম রিপন: আজ ২৬ অক্টোবর  পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলণকক্ষে  পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী এর দিক-নির্দেশনায় মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর এঁর তত্ত্বাবধানে এসআই (নিঃ)  আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। 

ধারাবাহিক এই কাজে সেবাগ্রহীতাদের জিডি'র প্রেক্ষিতে রংপুর জেলার বিভিন্ন থানায় গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন স্থান থেকে গত  জুলাই/২০২৩ মাস থেকে অক্টোবর/২০২৩ মাসে এ পর্যন্ত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের মোট ৩৬৮টি স্মার্ট ফোন উদ্ধারপূর্বক সেবাগ্রহীতাদের নিকট হস্তান্তর করা হয়।

 আজকের মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সেবাগ্রহীতাগণ হারিয়ে যাওয়া তার প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রংপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা ও নির্ভরশীলতা নিয়ে যে অনুভূতির কথা তাদের বক্তব্যে উঠে এসেছে তা পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। তারা রংপুর জেলা পুলিশ সুপার মহোদয় ও সাইবার মনিটরিং সেল'কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ সময়  পুলিশ সুপার মহোদয় সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে বলেন যে, বিশ্ব যখন তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ পুলিশও পিছিয়ে নেই। পুলিশের রুটিন ওয়ার্কের মধ্যে জনগণের সেবা ও সন্তুষ্টি যখন রাষ্ট্রীয় দায়িত্ব তখন সেবাগ্রহীতাদের এমন আত্মতৃপ্তিমূলক বক্তব্য পুলিশ অনুপ্রাণিত হয় এবং কর্মোস্পৃহা ও উদ্দীপনা বেড়ে যায় বলে তিনি মন্তব্য করেন। পুলিশের নিকট সেবা পেতে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলকে আহবান জানান এবং মোবাইল উদ্ধারকারী অফিসারদের ধন্যবাদ জানান এবং নতুন উদ্যোমে সততা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন


Link copied