আর্কাইভ  মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ● ২০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুর বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

৩৯ বছর আগে হারানো আসন উদ্ধারে রংপুরে ৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

৩৯ বছর আগে হারানো আসন উদ্ধারে রংপুরে ৬টি আসনে বিএনপির প্রার্থী যারা

রংপুরের সেই রূপলালের মেয়ের বিয়ে: বাইরে আনন্দ, ভেতরে কষ্ট

রংপুরের সেই রূপলালের মেয়ের বিয়ে: বাইরে আনন্দ, ভেতরে কষ্ট

রংপুর বিভাগের ৩৩ আসনের মধ্যে ২৮ আসনে ধানের শীষের প্রার্থী হলেন যারা

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, রাত ১২:০০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজদলীয় সম্ভাব্য প্রার্থীর ঘোষনায় রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ২৮টি আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। তবে ৫টি আসনে কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। এই আসন গুলো হলো, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও নীলফামারী-৩ এবং লালমনিরহাট-২ আসন। ঘোষনা অনুযায়ী পরবর্তিতে বিএনপির সাথে যে সকল দল জোট গঠন করবে তাদেরকে ওই ৫টি আসন দেয়া হতে পারে। নতুবা পরবতিতে ওই আসনে বিএনপির প্রার্থীর নাম আসতে পারে।

এদিকে বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম আসেনি নীলফামারী-১ আসনে বিএনপির চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়ার ভাগনে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভির। এমনকি নীলফামারী-৪ আসনে নাম আসেনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেস্টা পর্ষদের সদস্য বিশিষ্ট কন্ঠশিল্লী বেবী নাজনীনের। তবে কি কারনে মনোনয়ন তালিকায় তাদের নাম আসেনি তা দলের কেউ জানাতে পারেননি।

ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের বিএনপির ২৮টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন-

পঞ্চগড় জেলাঃ- এ জেলার দুটি আসনেই প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন পঞ্চগড়-১ আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

ঠাকুরগাঁও জেলাঃ এই জেলায় তিনটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তবে ঠাকুরগাঁও-২ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

দিনাজপুর জেলাঃ এই জেলায় ছয়টি আসনের মধ্যে ৫টি আসনের ধানের শীষের প্রার্থীর নাম ঘোষনা করা হয়। এখানে দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

অন্যান্যা আসনের প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনে জেলা বিএনপির নির্বাহী সদস্য ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সাদিক রিয়াজ, দিনাজপুর-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান মিয়াঁ এবং দিনাজপুর-৬ আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুর-৫ আসেন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

নীলফামারী জেলাঃ এই জেলার চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন নীলফামারী-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ মোঃ সাইফুল্লাহ রুবেল এবং নীলফামারী-৪ আসনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

লালমনিরহাট জেলাঃ এই জেলার তিনটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন লালমনিরহাট-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এখানেও লালমনিরহাট-২ আসনের প্রার্থী নাম পরে জানানো হবে।

রংপুর জেলাঃ এই জেলায় ছয়টি আসনেই বিএনপির প্রার্থী ঘোষনা করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন রংপুর-১ আসনে গংগাচড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং রংপুর-৬ জেলা বিএনপির আহবায়ক আসনে সাইফুল ইসলাম।

কুড়িগ্রাম জেলাঃ- এই জেলার চারটি আসনেই বিএনপির প্রার্থীর নাম ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে সাবেক সাংসদ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সাইফুল রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের ফরেন অ্যাফেয়ার্স সদস্য, সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাজভীর উল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে জেলা আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান।

গাইবান্ধা জেলাঃ- এ জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। প্রার্থীরা হলেন গাইবান্ধা-১ আসনে জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ আসনে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও গাইবান্ধা-৫ আসনে জেলা বিএনপির সহসভাপতি ফারুক আলম সরকার। 

মন্তব্য করুন


Link copied