আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫

রজনীকান্তের সিনেমায় মিঠুন

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, বিকাল ০৭:০০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ‘জেলার ২’ সিনেমার কাজ করছেন। ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল এটি।

সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে পর্দায় দেখা মিলবে আরেক সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে।

ইতোমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিংয়ের কাজ। এটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন রজনীকান্ত।

জানা যাচ্ছে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে।

এর আগে মিঠুন চক্রবর্তীর সিনেমা ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে অতিথি চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত। এবার একসঙ্গে দেখা যাবে তাদের দু’জনকে এক সিনেমায়।

বলে রাখা যায়, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ‘জেলর’। যা বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল। এবার এই সিনেমার সিক্যুয়েলের শুটিং হবে চেন্নাইসহ ভারতের বিভিন্ন জায়গায়।

মন্তব্য করুন


Link copied