আর্কাইভ  বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৯ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে ক্লাসে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি
রংপুরে ক্লাসে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

উত্তরসূরীর নাম ঠিক করে নিজের কবর নিজেই খুঁড়ছে “রনি”

দা প্রিন্টের বিশ্লেষণী প্রতিবেদন
উত্তরসূরীর নাম ঠিক করে নিজের কবর নিজেই খুঁড়ছে “রনি”

রাকসুর পর এবার পেছাল চাকসু নির্বাচন

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:০০

Advertisement

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। তিন দিন পিছিয়ে এ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।

আগের ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। তবে পূজার ছুটির কারণে প্রার্থীদের প্রচারণার সময় কমে যাওয়ায় ভোটগ্রহণের তারিখ তিন দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে চাকসু নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ছুটির কারণে প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণা চালাতে পারতেন। এ বিষয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরাও মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কমিশন ভোটের তারিখ পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি থাকবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল সর্বমোট ১ হাজার ১৬৪টি।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।

মন্তব্য করুন


Link copied