আর্কাইভ  বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৯ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে ক্লাসে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি
রংপুরে ক্লাসে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

জীবিকার সন্ধানে দেশ ছেড়েছেন অভিনেতা বাপ্পী?

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

উত্তরসূরীর নাম ঠিক করে নিজের কবর নিজেই খুঁড়ছে “রনি”

দা প্রিন্টের বিশ্লেষণী প্রতিবেদন
উত্তরসূরীর নাম ঠিক করে নিজের কবর নিজেই খুঁড়ছে “রনি”

দুর্গার সাজে সোনালি রঙের ধান, নজর কাড়ছে দর্শনার্থীদের

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৭:৫৪

Advertisement

নিউজ ডেস্ক: শরীয়তপুরে এবারের দুর্গাপুজায় শতাধিক মণ্ডপে পূজা-অর্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপ শতাধিক হলেও জেলাজুড়ে আলোচনায় নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ। এখানে শিল্পীরা দেবী দুর্গাকে সাজিয়েছেন ধান দিয়ে। দিনরাত এক করে প্রতিমার গায়ে একটি একটি করে বসানো হয়েছে সোনালি রঙের ধান। ভিন্নরূপে উপস্থাপনের জন্য এ মণ্ডপে দুর্গা দেখতে প্রতিদিনই ভির করছেন দর্শনার্থীরা।

জানা যায়, দেশের কয়েকটি জেলার ব্যয়বহুল ও জমজমাট দুর্গাপূজার মধ্যে শরীয়তপুরের দুর্গাপূজা অন্যতম। পূজা উপলক্ষে জেলার শতাধিক স্থায়ী ও অস্থায়ী মণ্ডপগুলোকে আকর্ষণীয় করে তুলতে প্রতিমার কারুকার্যের পাশাপাশি ঢেলে সাজানো হয় বর্ণাঢ্য আলোকসজ্জায়। আসছে ২৮ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে জেলায় এ বছর ১০১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোর মধ্যে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঘোষপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ধাম দুর্গা মন্দিরে প্রতিমা বানানো হচ্ছে সোনালি ধান দিয়ে। ৮ ফুট উচ্চতার এই প্রতিমাটি গড়তে ধান লেগেছে প্রায় এক মণ। প্রতিমাটি গড়া হচ্ছে দীর্ঘ আড়াই মাস ধরে। বর্তমানে প্রতিমার গায়ে ধান বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে।

ঘোষপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ধাম দুর্গা মন্দিরে পাঁচজন প্রতিমা শিল্পী নিয়ে প্রতিমা তৈরির কাজ করছেন খুলনার পাইকগাছা এলাকা থেকে আসা প্রধান শিল্পী রাজিব সরদার। দীর্ঘ চার বছর ধরে এই মন্দিরেই দুর্গা প্রতিমা তৈরির কাজ করে আসছেন তিনি। এবছর দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হিসেবে এই ধানের প্রতিমা গড়ার কাজ করছেন তিনি।

স্থানীয় সিমন ঘোষ  বলেন, এবার আমাদের থিম হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর সাজিয়েছি সোনালী ধান দিয়ে আরেকটি আমাদের ধর্মে স্বর্গ ও নরকে কি হয় তা আমরা তুলে ধরেছি। ইতোমধ্যেই আমাদের ধানের দুর্গা ঠাকুর সবার নজর কেড়েছে।

শ্যামল পোদ্দার নামের একজন বলেন, আমি ১৯৮৪ সালে ইন্ডিয়াতে প্রথম ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবার আমাদের ঘোষপাড়ায় সোনালী ধানের তৈরি প্রতিমা হয়েছে। সবাই এটা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। আমার মনে হয় এবার প্রচুর দর্শনার্থীদের আগমন হবে।

নদী রানী নামে এক গৃহবধূ বলেন, বাংলাদেশের অনেক জায়গায় পূজা দেখেছি, কিন্তু এতো সুন্দর প্রতিমা দেখিনি। এটার কাজ সত্যিই অসাধারণ হয়েছে। ধানের তৈরি প্রতিমা দেখে আমি মুগ্ধ।

প্রধান প্রতিমা শিল্পী রাজিব সরদার  বলেন, আমরা সব সময় মাটি আর রঙ তুলির আচরে প্রতিমা বানালেও এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে ধান দিয়ে প্রতিমা বানাচ্ছি। যা এই অঞ্চলে এর আগে কেউ বানায়নি।

উজ্জ্বল মন্ডল নামের আরেক প্রতিমা শিল্পী  বলেন, আমরা ছয়জন শিল্পী এই মণ্ডপে দীর্ঘ আড়াই মাস ধরে কাজ করছি। মা প্রতিবছরই আমাদের মাঝে আসে এবার আমরা ওনাকে ধান দিয়ে সাজাচ্ছি। ইতোমধ্যেই আমরা দেখছি অনেক দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে আমাদের এই ধানের তৈরি দুর্গা প্রতিমা দেখতে।

মন্দির কমিটির সভাপতি গোপাল ঘোষ  বলেন, আমরা সবসময় আমাদের মন্দিরে ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করতাম। এ বছর ধানের প্রতিমা নির্মাণ করা হচ্ছে, যা এর আগে ফরিদপুর অঞ্চলে বানানো হয়নি। আমরা আশা করছি, এ বছর ধানের প্রতিমা দেখতে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটবে।

নান্দনিক সাজের দুর্গা প্রতিমা নিয়ে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আমি শুনেছি সোনালী ধান দিয়ে নড়িয়াতে একটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে। মণ্ডপটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমার ইচ্ছা আমিও সবার মতো মণ্ডপটি দেখতে যাব।

মন্তব্য করুন


Link copied