আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রেমিট্যান্সে তলানিতে রংপুর

মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, বিকাল ০৭:৩৪

Advertisement Advertisement

ডেস্ক: সদ্য বিদায়ী অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

মঙ্গলবার (৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ কথা জানা গেছে।

এতে বলা হয়, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা দেশে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৪ কোটি ৩৫ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।
 
২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৯৬ কেটি ১৫ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ২৪৭ কোটি ১৪ লাখ ডলার, খুলনা বিভাগে ৯২ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭৩ কোটি ৮২ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫২ কোটি ৩৪ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪০ কোটি ২১ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩৪ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এর আগে রোববার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২২-২৩ ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে) যার পরিমাণ ২৩ লাখ ৪৪ হাজার ৭৫৭ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৫৯ কোটি ২১ লাখ ডলার রেমিট্যান্স। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।
 
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে দেশে এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫২ কোটি ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৬১ কোটি ২০ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে দেশে ২১৯ কোটি ৯০  লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা চলতি অর্থবছরের সর্বোচ্চ ও বিগত ৫ অর্থবছরের মধ্যে জুন মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।
 
এদিকে ২০২২-২৩ অর্থবছরের সদ্য বিদায়ী জুন মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
 
বাংলাদশে ব্যাংক জানায়, ২০২১-২২ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছে ১৯৪ কোটি ৮ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ২০১৯-২০ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছিল ১৮৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আর ২০১৮-১৯ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছিল ১৩৬ কোটি ৮২ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

সদ্য বিদায়ী অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার,  নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

মন্তব্য করুন


Link copied