লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রামজীবন মণ্ডলটারি গ্রামে রাতের অন্ধকারে একটি ১০-১২ দিনের নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামে মুখলেসুর রহমানের বাড়ির উঠানে মঙ্গলবার রাতে কেউ ওই নবজাতক শিশুকে রেখে গেছেন। এ সময় মোখলেসুর রহমানের স্ত্রী জেসমিন বেগম শিশুটিকে দেখতে পায় এবং বাড়ির লোকজনকে বিষয়টি জানায়।
এ সময় আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লালমনিরহাট সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে ছুটে যায় এবং শিশুটিকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে শিশুটি মুখলেসুর রহমানের বাড়িতেই আছে।
মুখলেসুর রহমান ও তার স্ত্রী জেসমিন শিশুটিকে নিজেদের সন্তান হিসেবে লালন-পালন করে বড় করে তোলার ইচ্ছা পোষণ করছেন। তাদের সন্তান ও পরিবারের সদস্যদের মনেও শিশুটির প্রতি মায়া জন্মেছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়। বিষয়টি পুলিশ সুপার, সমাজসেবা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিএনএ পরীক্ষার পর আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।