আর্কাইভ  শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ● ২৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
নোটিশ:
রংপুরের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল উত্তর বাংলা ডটকম ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পন
হাদির অপারেশনের পর যা বললেন ঢামেক পরিচালক

হাদির অপারেশনের পর যা বললেন ঢামেক পরিচালক

১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ  ‘’ উত্তর বাংলা ডটকম ’’

১৩ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ ‘’ উত্তর বাংলা ডটকম ’’

সিটি স্ক্যান সম্পন্ন, ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচার চলছে: চিকিৎসক

সিটি স্ক্যান সম্পন্ন, ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচার চলছে: চিকিৎসক

হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস

হাদিকে দেখতে এসে তোপের মুখে মির্জা আব্বাস

লালমনিরহাটে বিজিবির বড় সাফল্য, ২৭ লাখ টাকার স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, দুপুর ০৩:০৭

Advertisement

‎​লালমনিরহাট প্রতিনিধি: ‎​সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে একটি বিশাল সাফল্য অর্জন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।
‎​
‎​বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ১৫ বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের টহলদল বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​বিজিবি পূর্বেই জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে টহলদল বিজিবি সদস্যরা কৌশলগতভাবে সীমান্তবর্তী ওই এলাকায় ওত পেতে থাকে।

​রাত সাড়ে ১২টার টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে মালামালসহ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি সদস্যদের কাছাকাছি দেখে চোরাকারবারীরা দ্রুত তাদের সাথে থাকা বস্তাগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

‎​পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জব্দকৃত এই বিপুল পরিমাণ শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করেছে।

​১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ​জব্দকৃত এই শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। তাদের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন


Link copied