স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বাংলদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরন কর্মসুচি পালন করেছে।
মঙ্গলবার(১৫ আগষ্ট) ৫৬ বিজিবি অধিনস্থ পঞ্চগড় জেলা সদরের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাজী অজিউল্লাহ গয়পানি দাখিল মাদ্রাসা মাঠে এই কার্যক্রম পরিচালনা করা হয়। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ৯০ জন গরীব ও দুঃস্থ পরিবার খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, চিনি, তৈল এবং আলু প্রদান করা হয়। একইসাথে ৪২৩ জনকে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান হাকিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার, পঞ্চগড় সদর হাসপাতাল এর মেডিক্যাল অফিসারসহ একটি বিজিবি টিম অংশ নেয়। সেবা কার্যক্রম চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।