স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি শামসুল হক (৬৫) রবিবার(২৯ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা শহরের ময়দান পাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি--রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছে। বাদ মাগরিব কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফয় সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।