আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

সাভারে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, দুপুর ০৪:০৭

Advertisement

নিউজ ডেস্ক:  ঢাকার সাভারে উলটো পথে চলা ট্রাক চাপায় মো.ফজলুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। 

এর আগে, দুপুরে সাভারের বলিয়ারপুর এনারকাটা এলাকা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৫ টা ১৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত মো.ফজলুর রহমান সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার  নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে। 

মৃত্যুকালে এস আই ফজলুর রহমানের বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি বৃদ্ধ মা, দুই ভাই, তিন বোন এবং স্ত্রী শাহনাজ আক্তার মেঘলাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই সন্তানের জনক। তারা হলেন, মেয়ে ফারহানা রহমান আয়াত(৪) ও ছেলে মসিউর রহমান আলভী (২)। 

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃত ওই ট্রাক চালকের নাম মো.রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এনারকাটা এলাকায় তার মোটরসাইকেলটির ওপর রং সাইডে উলটো পথ ধরে আসা একটি ট্রাক তুলে দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন,আহত অবস্থায় উদ্ধার করে এস আই ফজলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাক চালক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন


Link copied