স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে ৫০ আসনের মেডিক্যাল কলেজ স্থাপন ও বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় স্টকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ আগষ্ট) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভার আয়োজন করে রেলপথ মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মুশফিকুর রহমান।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবুল বাসার, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি গোলাম মোস্তফা, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবি, উপজেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবু আহমেদ মর্তুজা, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সৈয়দপুর শাখার সভাপতি ডা. মাহবুবুল হক দুলাল, অবসরপ্রাপ্ত রেলওয়ে চীফ মেডিক্যাল অফিসার ডা. খায়রুল বাসার, শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোনায়মুল হক, বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, সৈয়দপুর প্রেসকাবের সভাপতি সাকির হোসেন বাদল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম, উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল প্রমুখ।
সভার শুরুতেই মাল্টিমিডিয়ার মাধ্যমে পিপিপি কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন সৈয়দপুরে ৫০ আসনের মেডিক্যাল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এসময় জানানো হয়, ২০১২ সালে পাবলিক প্রাইভেট পার্টনার কর্তৃপক্ষ সৈয়দপুর ৫০ আসনের মেডিক্যাল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি হাতে নেয়। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে অধীনে পাবলিক প্রাইভেট পার্টনার কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়িত হবে এ প্রকল্পটি। ২০১৩ সালে ১৪ আগস্ট নীতিগত অনুমোদন হয় ওই প্রকল্পের। প্রকল্পের কার্যপরিচালনা উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োজিত হয়েছে সিনার্জি কনসাল্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং ফিন্যান্সিয়াল এডভাইজার সার্ভিস, ইএননি। আর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালের ২৭ জুন চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রকল্পের কাজে নিয়োজিত কার্যসম্পাদন উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক খসড়া সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিল করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের গত ১৯ জুনে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশন প্রদান করা হয়েছে।
সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা সৈয়দপুরে ৫০ আসনের মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য নির্বাচিত সম্ভাব্য স্থান সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল এলাকা পরিদর্শন করেন।